একজন মওলানা ফরিদউদ্দিন মাসুদ!

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ২২ মার্চ, ২০১৩, ০৪:৪২:০৪ বিকাল

বর্তমান মহাজোট (প্রকৃত পক্ষে মহাজটে আবদ্ধ) সরকার ক্ষমতায় আসার পর থেকে শান্তির ধর্ম ইসলামের উপর বিভিন্ন ভাবে খড়গ হস্ত হচ্ছে। সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যেমে ইসলাম ও মুসলমানদের উপর নানা ভাবে হেয় পতিপন্ব করা শুরু হয়। প্রথমে কোন কুল কিনারা না পেয়ে যুদ্ধাপরাধী নাম দিয়ে ইসলাম পন্থী বিশিষ্ট আলেম-ওলামাদের এবং বিরোধী মতাদর্শ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে । ইসল‍ামের অনুভুতিতে আঘাত এনেছে নাম করে প্রথমে বিশিষ্ট আলেমদের গ্রেফত‍ার করলেও পরে তাঁদেরকে একের পর এক যুদ্ধাপরাধ নামক সাজানো মামলায় জড়ানো হয়। সর্বশেষ যুধ্ধাপরাধী মামলায় ভাড়া করা সাক্ষীর মাধ্যকে গায়েল করতে না পেরে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগে তথা কথিত ফাসিঁ চাই,জবাই করো আন্দলোন নামে নাটক সাজানো হয় । এই নাটকের কলা-কৌশলীরা এটাকে বিভিন্ন নামে আখ্যায়িত করতে থাকলে সচেতন নাগরিকদের মনে ঘটকা লাগে। মুহুর্তের মধ্যে তাদের প্রধান উদ্দেশ্য জাতির সামনে আয়নার মত পরিষ্কার হয়ে যায়। ইসলাম কে চিরতরে মুচে ফেলার হিন চক্রান্ত বাংলাদেশের 90% মুসরমান ও তৌহিদি জনতার অন্তরে প্রচন্ড ভাবে আঘাত হানে। এরপর থেকে সকল মুসলমান একত্ততা ষোঘনা করে তাদের এই হীন চক্রান্ত পতিহত করার ঘোষনা করেন। কিন্ত তথা কথিত শাহবাগীদের আন্দলনে মহাজোট সরকারের আশির্বাদ পুষ্ট আলেম নামে জালেম কতেক শাহবাগী নাস্তিকদের আন্দোলনে শরিক হয়ে তাদের এক দাবি বিচার নয় ফাসিঁ চাই,ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে হবে” সুরে সুরে আওয়াজ তুলে। তিনি উলামায়ে ছুঁ (নিকৃষ্ট দুনিয়াদার) বিতর্কিত মওলানা ফরিদ উদ্দিন মাসুদ । তিনি সেই ব্যক্তি যিনি শোলাকিয়ার ইমামকে সরিয়ে তিনি ইমামতি পদ ছিনতাই করেন। মওলানা মাসুদ সাহেব শাহবাগী নাস্তিকদের পক্ষ অবলম্বন করে এখন আবার উল্ট রথে হাঁটছেন। তিনি বর্তমানে বিশিষ্ট আলেম ও ইমানদার বনে গিয়ে সেই শাহবাগী নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে 23 তারিখ মতিঝিল শাপলা চত্বরে কথিত সমাবেশ নামে সারকারের আদেশ নির্দেশ পালন করার সাহস দেখিয়ে হাসির খোরাকে পরিনত হয়েছেন। কিন্তু তার এই ডিগবাজী আর ডবলষ্ট্যান্ডারের মতলবী পদক্ষেপে সকল ধর্মপান মুসলমান বিক্ষিদ্ধ হয়ে উঠে। বিশিষ্ট আলেম সমাজ মওলানা মাসুদকে উলামায়ে ছুঁ আক্ষা দিয়ে ঠিক একই সময় সমাবেশ আহবান করেন। ইনশাল্লাহ তৌহিদী জনতার বিজয় সুনিশ্চিত।

নাস্তিতরা নিপাত যাক,

তৌহিদী জনতা বিজয় পাক।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File